শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জেলা কমিটির সঙ্গে চকরিয়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি চকরিয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে নারী সংগঠক হুমাইরা জন্নাত সভাপতি ও আমির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৬ অক্টোবর বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো.আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক ইকবাল দরবেশী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চকরিয়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদিত করা হয়েছে।
চকরিয়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির অনুমোদিত কমিটিতে হুমাইরা জন্নাত (পশ্চিম চরণদ্বীপ চিরিঙ্গা) সভাপতি, ওয়াহিদুল ইসলাম ইমন (ইলিশিয়া পশ্চিম বড়ভেওলা) কার্যকরি সভাপতি, নুরুল হোসেন (বিএমচর) সহসভাপতি, বেলাল উদ্দিন (উত্তর বুুড়িপুকুর চিরিঙ্গা) সহসভাপতি, সাইফুল ইসলাম (রামপুর সাহারবিল) সহসভাপতি, কামাল উদ্দিন (পুর্ব সওদাগরঘোনা চিরিঙ্গা) সহসভাপতি, আমির হোসেন (রামপুর সাহারবিল) সাধারণ সম্পাদক, সুফিয়া আক্তার (পুর্বপাড়া খুটাখালী), যুগ্ম সম্পাদক, মো.আজিজুর রহমান (জমিদারপাড়া ঢেমুশিয়া) যুগ্ম সম্পাদক, তছলিমা জন্নাত (মধ্য সওদাগরঘোনা চিরিঙ্গা) কোষাধ্যক্ষ, মিজবাহ উদ্দিন (পশ্চিম চরণদ্বীপ চিরিঙ্গা) সাংগঠনিক সম্পাদক, মনজুর আলম (রামপুর সাহারবিল) মৎস্য বিষয়ক সম্পাদক, মো.তারেকুল ইসলাম জীবন (ভরামুহুরী) আইন বিষয়ক সম্পাদক, আনোয়ারা বেগম (জঙ্গলকাটা কোনাখালী) মহিলা বিষয়ক সম্পাদক, মনোর আলম (রামপুর সাহারবিল) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে রুকেয়া বেগম (চরপাড়া পুর্ববড় ভেওলা), শাহেনা বেগম (কোরালখালী পশ্চিম বড়ভেওলা), সাইফুল ইসলাম (সিকদারপাড়া কাকারা), মিনার উদ্দিন (ভিলেজাপাড়া সুরাজপুর মানিকপুর), মুবিনুল হক (রামপুর সাহারবিল) ও মো: নাছির উদ্দিন (জঙ্গলকাটা কোনাখালী) কে কার্যকরী সদস্য করা হয়েছে। #


আরো খবর: