শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ৩১ ডিসেম্বর – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এবং নোবেলবিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে কার্টারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শোক বইয়ে শোকবার্তা লেখেন তিনি।

প্রধান উপদেষ্টা দূতাবাসে পৌঁছালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন তাকে স্বাগত জানান। দূতাবাসে তার সংক্ষিপ্ত অবস্থানের সময় প্রধান উপদেষ্টা তার দীর্ঘকালীন বন্ধুত্বের স্মৃতিচারণা করেন এবং জানান, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন।

কার্টারকে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব অগ্রদূত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসা করেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৪



আরো খবর: