শিরোনাম ::
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জার্মানির আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১২

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
জার্মানির আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ১২


বার্লিন, ১১ মে – জার্মানির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল বলেন, রেটিংয়েন শহরের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় ১০ ফায়ার সার্ভিস কর্মী ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সকালে দুই বাসিন্দার বিষয়ে উদ্বেগ প্রকাশের পর ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশকে ভবনটিতে ডাকা হয়। তারা যখন একটি অ্যাপার্টমেন্টের দরজা খোলেন, তখন আগুন দেখতে পান এবং এক বাসিন্দা একটি অজ্ঞাত বস্তু ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, ভবনের একটি অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া বের হওয়ার সময় পাশের একটি বারান্দায় পুলিশের স্নাইপাররা অবস্থান করছে।

পুলিশ জানিয়েছে, সেখানে অভিযান চলছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ মে ২০২৩





আরো খবর: