মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জাদুঘরের সামনে থেকে শহীদ মিনারে যাচ্ছেন আন্দোলনকারীরা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ১০ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে অবস্থান পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন এনটিআরসিএর নিবন্ধিতদের নিয়োগ এবং প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত আন্দোলনকারীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাহবাগ ত্যাগ করেন তারা। সেখান থেকে তারা দলবদ্ধভাবে শহীদ মিনারের দিকে যান।

আন্দোলনকারীরা বলেন, আমাদের অনেককে আটক করে রাখা হয়েছে। আমরা যে কোনো মূল্যে আমাদের দাবি আদায়ে বদ্ধপরিকর। পুলিশ আমাদের বলেছে, আমরা শহীদ মিনারে গেলে আটকদের ছেড়ে দেওয়া হবে। তাই আমরা শহীদ মিনারে যাচ্ছি। আগামীকাল আন্দোলনের মাধ্যমে তিন পক্ষের (শিক্ষা মন্ত্রণালয়, প্রশাসন এবং আন্দোলনকারী) একটা বৈঠকের আয়োজন করতে পারবো বলে আমরা আশাবাদী।

এর আগে সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ, টিয়ারশেল এবং জলকামান নিক্ষেপ করে। এরপর তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং রাত ১০টা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন। পরে পুলিশের অনুরোধে তারা রাত ১০টার দিকে শহীদ মিনারের দিকে যান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: