বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২৪ ডিসেম্বর – জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগান দেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে একই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের কয়েকটি গ্রুপ।

জবি ছাত্রদলের পদবঞ্চিত নেতারা বলেন, আমরা আগের কমিটিতেও পদে ছিলাম। নতুন কমিটিতে যারা পদ পেয়েছেন তারা ছাড়া সবাই আজকের বিক্ষোভে অংশ নিয়েছি। আমরা সবাই নতুন কমিটিকে প্রত্যাখান করছি। এ কমিটিতে এমন অনেকে রয়েছেন যাদের ছাত্রত্ব নেই। এমনকি ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে এমন ত্যাগীদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

জবি ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটিতে বিগত দিনে যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে, তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটাপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় দুইটা ব্যাচের ৯ম এবং ১১ ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি। ছাত্রলীগ থেকে ৫ তারিখের পরে ছাত্রদলে যোগ দেয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয়, একদিনও মানি না।

নেতাকর্মীদের পদবঞ্চিত হবার অভিযোগ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আসলে বিষয়টি হলো অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তাই তারা পদ না পেয়ে বিক্ষোভ করেছেন। গনতান্ত্রিক দেশে এটাও তাদের একটা অধিকার।

উল্লেখ্য, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি সোমবার (২৩ ডিসেম্বর) অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রদল। প্রকাশ করা হয় আজ মঙ্গলবার দুপুরে। নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এবং সদস্য সচিব সামসুল আরেফিন বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৪



আরো খবর: