শিরোনাম ::
ঢাকা ওয়াসায় ৮ সদস্যের নজরদারি টিম গঠন ভোটার হালনাগাদ দেখতে মাঠ পরিদর্শনে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার ছিনতাইকারী সন্দেহে উত্তরায় দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা বিয়ের মঞ্চে মেহজাবীনের চোখে পানি শহীদ আবু সাঈদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ রাজধানীতে পরীক্ষামূলকভাবে পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন রাতে মহাসড়কে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট ‘মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন পেকুয়ায় অপহৃত তিন রেষ্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছিনতাইকারী সন্দেহে উত্তরায় দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপর থেকে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুজন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনগণ এক হয়ে প্রতিরোধ করছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: