শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ১৭ জানুয়ারি – সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকা ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, তাজবিউল হাসান, মোস্তাফিজুর রহমান, তারেক জামিল, তানভীর মাদবর, মেহেদী হাসান। সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম তারেক মোল্লা, মাহমুদুল হাসান ও মো. রাজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই কলেজ শাখার ১০ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ জানুয়ারি ২০২৫



আরো খবর: