ঢাকা, ২০ মার্চ – চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিজু, বৈশাবি, সাংগ্রাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। তাদের জন্য নির্বাহী আদেশে একটি ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এই ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন যেমন- সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ মার্চ ২০২৫