শিরোনাম ::
কসবা সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন বিওপি স্থাপন বিজিবির দেশ রক্ষায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে জাতীয় পরিচয়পত্র ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির অধীনে যাবে জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ২০ রমজানের মধ্যে শ্রমিকের বোনাস-বেতন পরিশোধ করতে হবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট জালিয়াতির যে ব্যাখ্যা দিলেন জয় কোম্পানির রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চীনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
চীনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস


বেইজিং, ১৩ জুন – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।

খবর অনুসারে, মাহমুদ আব্বাস চীনে আগামী শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে মাহমুদ আব্বাসের এটা পঞ্চম সফর।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফার খবরে বলা হয়েছে, সফরে আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই প্রেসিডেন্ট ফিলিস্তিন সংক্রান্ত বিষয়ের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে তারা আঞ্চলিক এবং পারস্পরিক উদ্বেগপূর্ণ আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও আলোচনা করবেন।

আব্বাস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘চীনের জনগণের ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চীন সর্বদা ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বলেছিলেন, তার দেশ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে ইচ্ছুক।

সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরম্ভে মধ্যস্থতা করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চীন নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ১৩ জুন ২০২৩





আরো খবর: