ঢাকা, ২৯ অক্টোবর – চার দেশের সাবেক ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক শুরু করেন। বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
যারা সাক্ষাতে এসেছেন
ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার ইলা শারমা।
এছাড়া, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, পরিচালক এবং ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক বিভাগের সমন্বয়কারী জাহানারা ফারুক মলি।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ অক্টোবর ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চার দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে ইসির বৈঠক first appeared on DesheBideshe.