শিরোনাম ::
রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চাঁদা না দিলে খুন : হুমকি মুকেশ আম্বানিকে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
চাঁদা না দিলে খুন : হুমকি মুকেশ আম্বানিকে


নয়াদিল্লি, ২৮ অক্টোবর – এশিয়ার শীর্ষতম এবং বিশ্বের ৯ম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। সন্দেহভাজন হুমকিদাতার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পাঠানো সেই ই-মেইলে মুকেশ আম্বানিকে বলা হয়, আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শুটার আছে আমাদের হাতে।

পুলিশ জানিয়েছে গত ২৭ অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তি হুমকি-সহ ইমেলটি মুকেশ আম্বানিকে পাঠিয়েছিলেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের নজরে হুমকির ইমেলটি এলে তারা মুম্বাই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। মুম্বাই পুলিশ এই হুমকির জন্য আইপিসির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে মামলা নথিভুক্ত করেছে বলে জানা গিয়েছে। যার পর তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ই-মেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যে হুমকিদাতা ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ। হুমকিদাতার নাম শাদাব খান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়ায় বিহারের দরভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত সেই ব্যক্তির নাম রাকেশ কুমার মিশ্র। তিনি মুকেশ আম্বানির পরিবার এবং মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

২০২১ সালে দক্ষিণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার বাইরে একটি স্করপিও গাড়িতে পাওয়া যায় ২০টি বিস্ফোরক জেলাটিন লাঠি এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এটা স্রেফ ট্রেলার।

২০২৩ সালের অক্টোবরে ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ অক্টোবর ২০২৩





আরো খবর: