শিরোনাম ::
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও খুন চকরিয়ায় পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি কাটা বন্দুক উদ্ধার, নারীসহ আহত ৫ চকরিয়ায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু কক্সবাজার শাহপরীর দ্বীপে ৮০ হাজার ইয়াবাসহ আটক ১ কক্সবাজার মিয়ানমার থেকে আজ ফিরছেন ১৭৩ বাংলাদেশী কক্সবাজার অতিরিক্ত সচিব হলেন কক্সবাজারের কৃতি সন্তান শফিউল আরিফ কক্সবাজার এক কোটি ২১ লক্ষ টাকার মাদকের মামলায় একজনের যাবজ্জীবন ইউপি নির্বাচন : রোববার ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এমপির স্বজন হয়েও রাজনীতিতে স্বাধীনচেতা কাজল-জাহাঙ্গীর, পরিস্থিতি বুঝে দলের সিদ্ধান্ত! চকরিয়ায় মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক যুবক নিহত, দুইজন আহত
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্রগ্রামে ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ টেকনাফের মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে। এর আগে সোমবার সন্ধ্যায় মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ৪ নম্বর কালোচো দক্ষিণ ইউনিয়নের কালোচো গ্রামের মরহুম আবুল খায়েরের মেয়ে নুরজাহান আক্তার অলিজা (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার ৬ নম্বর রোহিঙ্গাখালীর পশ্চিম লেদা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আব্দুল করিম প্রকাশ কাজল (২০)। নুরজাহানের কাছ থেকে এক হাজার তিন শ’ ও আব্দুল করিমের কাছ থেকে সাত শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার তিন শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ অলিজাকে আটক করা হয়। অপর একটি অভিযানে ঢাকামুখী আরেকটি বাসে অভিযান চালিয়ে সাত শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল করিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ছয় লাখ টাকা।

ওসি আরো বলেন, ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নুরজাহান এবং আব্দুল করিমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


আরো খবর: