রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্রগ্রামে ২০ হাজার ইয়াবাসহ টেকনাফের ৩ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

চট্টগ্রাম নগরীর ইপিজেডে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে ইপিজেড থানার খেজুরতলা বেঁড়িবাধ গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর জালিয়াপাড়া গ্রামের মৃত ফকির আহাম্মদের ছেলে মো. আলমগীর (৪০), টেকনাফের জাদিমুড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. ইরফান (২৫) এবং একই গ্রামের আবুল খায়েরের ছেলে মো. আলী ওরফে মাহমুদুল হক (২৩)।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে খেজুরতলা এলাকা থেকে তিন যুবককে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর: