মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্রগ্রামে ইয়াবা নিয়ে ৪ মাদক কারবারি ধরা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪

চট্টগ্রাম নগরীতে ৯৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ খালেদা বেগম (৩২), মোঃ মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মোঃ সফিকুল ইসলাম (৩৪) নামে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (২০ মার্চ) কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ ভোরে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তার হেফাজত হতে সর্বমোট ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

কোতোয়ালী থানা ওসি ওবায়েদুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারা মামলা রুজু হয়েছে।


আরো খবর: