শিরোনাম ::
রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্রগ্রামে ইয়াবা নিয়ে রোহিঙ্গা নারীসহ টেকনাফের মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে। এর আগে সোমবার সন্ধ্যায় মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ৪ নম্বর কালোচো দক্ষিণ ইউনিয়নের কালোচো গ্রামের মরহুম আবুল খায়েরের মেয়ে নুরজাহান আক্তার অলিজা (২৩) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার ৬ নম্বর রোহিঙ্গাখালীর পশ্চিম লেদা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আব্দুল করিম প্রকাশ কাজল (২০)। নুরজাহানের কাছ থেকে এক হাজার তিন শ’ ও আব্দুল করিমের কাছ থেকে সাত শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ঢাকামুখী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার তিন শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ অলিজাকে আটক করা হয়। অপর একটি অভিযানে ঢাকামুখী আরেকটি বাসে অভিযান চালিয়ে সাত শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল করিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ছয় লাখ টাকা।

ওসি আরো বলেন, ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নুরজাহান এবং আব্দুল করিমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দুটি পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


আরো খবর: