শিরোনাম ::
উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন দাখিল উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কাল বৈশাখীর তান্ডব : চকরিয়া-পেকুয়ায় উড়ে গেছে বসতঘর চকরিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ- পেকুয়ায় বিএনপি নেতা রাজু উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের বিশেষ আয়োজন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩


গত ৯ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টিস্নাত সকালে ১১.০০ ঘটিকায় বাঙালি জাতির শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে কয়েক শ’ দুর্লভ ছবি সম্বলিত একটি নান্দনিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড.মুনতাসীর মামুন মহোদয়।

দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘নজরুলের চেতনায় আলোকিত বঙ্গবন্ধু’ শীর্ষক গুরুত্বপূর্ণ একটি সেমিনার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার ছায়ানটের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক।

উল্লেখ্য সেমিনারে সম্মানিত প্রবন্ধকার সোমঋতা মল্লিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর দীর্ঘ সুলিখিত ও দুর্লভ তথ্য সম্বলিত বক্তব্য তুলে ধরেন – শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, গোটা জাতির জন্য গৌরবের বিষয় নিঃসন্দেহে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার জনাব কে এম নুর আহমদ। এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ।

তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ভারত থেকে আগত ছায়ানটের সম্মানিত সভাপতি জনাব সোমঋতা মল্লিক; সহযোগিতায় সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা জনাব মিশকাত উল মমতাজ, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


আরো খবর: