বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্টগ্রামে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫




চট্টগ্রাম, ২৩ মার্চ – চট্টগ্রামে ছিনতাইয়ের এক দৃশ্য শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই দৃশ্য দেখে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোররাতে হামজারবাগ এলাকা থেকে ঘটনার মূল হোতা মো. শাকিল আহম্মদ সাজুকে (৪৮) গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই ঘটনায় জড়িত আরেক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুই আসামিকে চিহ্নিত করে অভিযান চালিয়ে শাকিল আহম্মদ সাজুকে গ্রেফতার করা হয়। পরে সকালে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন ভিকটিম। মামলায় গ্রেফতার সাজুকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শাকিল আহম্মদ সাজু হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানান অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সোলাইমান। পলাতক আরেকজন মো. আলমগীর (৪৫)। তিনি সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে। তার বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ মার্চ ২০২৫

 



আরো খবর: