শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া থানা পুলিশের ৮ঘন্টার অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজার চকরিয়া থানা পুলিশের আট ঘন্টার অভিযানে চারটি সিআর মামলার ও চারটি জি আর মামলার ওয়ারেন্ট মূলে পলাতক ৭জন আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত থানার চকরিয়া অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে চকরিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ০৪ (চার) টি সিআর ওয়ারেন্ট নং- ১৬৬৪/২১, ২৫৩৬/২১, ২৬১৬/২১, ৪০১/২২ এর আসামী-১। মোঃ গিয়াস উদ্দিন, পিতা- মৃত মোজাফ্ফর আহাম্মদ, ২। রমজান আলী, পিতা- মৃত মনিরুজ্জামান, উভয় সাং- রিংভং ছগিরশাহ কাটা, ইউনিয়ন- ডুলাহাজারা, ৩। এনাম, পিতা- আবুল কাশেম, সাং- উত্তর ফুলছড়ি, ৭নং ওয়ার্ড, ইউনিয়ন- খুটাখালী ও ০৪ (চার) টি জি আর ওয়ারেন্ট নং- ২৩৪২/২২, ৮৫২/২২, ৩২৫০/২২, ২৩৫/২২ এর আসামী- ৪। হেলাল উদ্দিন, পিতা- মৃত আবুল কাশেম, সাং- ছৈনারঘোনা, ইউনিয়ন- বি এম চর, ৫। মোঃ সনেট (১৯), পিতা- মৃত মোহাম্মদ ভুট্টো, সাং- বাজারপাড়া, ৪নং ওয়ার্ড, ইউনিয়ন- বদরখালী, ৬। আবুল হাশেম (২১), পিতা- মৃত আক্তার হোসেন, সাং- রামপুর কাজলী বাপের পাড়া, ইউনিয়ন- সাহারবিল, ৭। শাহীন উল্লাহ, পিতা- মৃত ছিদ্দিক আহাম্মদ, সাং- পাগলির বিল, ৮নং ওয়ার্ড, ইউনিয়ন- খুটাখালী, সর্ব থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদেরকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর: