শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া থানার বিশেষ অভিযানে ২৪ঘন্টায় সাজাসহ পরোয়ানা ভুক্ত ৯জন আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৫ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজার জেলার চকরিয়া উজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় সাজাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৯জন আসামীকে চকরিয়া থাানা পুলিশ গ্রেফতার করেছে। ১৪মে (শনিবার) রাত থেকে ১৫মে (রবিবার) ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে এসব পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার অপরেশন অফিসার এসআই রাজিব চন্দ্র সরকার জানান, থানার একটি বিশেষ টিম এসব আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হল আজগর আলী (৫০), পিতা-মৃত শফিকুর রহমান, সাং-আজগর আলী মার্কেট, ফাইতং সড়ক, বানিয়ারছড়া, পারভেজ উদ্দিন, পিতা-মৃত আবুল কালাম, সাং-ভরামুহুরী, মৌলভীপাড়া, ৪নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, মো: মোছেন আলী, প্রকাশ হোছেন আলী, পিতা-মৃত মো: ইসমাইল,সাং-গর্জনতলী, খুটাখালী ইউপি,
মো: বাপ্পারাজ (২০), পিতা-মােঃ আমিন, সাং-খাল কাচাপাড়া, ৪নং ওয়ার্ড, বদরখালী ইউপি, জমি উদ্দিন, পিতা-করিম দাদ, সাং-পালাকাটা, আরিয়া পাড়া, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, মহসিন উদ্দিন মিটু, পিতা-মৃত আবুল কালাম, সাং- ইসলাম নগর, ৭নং ওয়ার্ড, কৈয়ারবিল ইউপি, থানা- আনছার উদ্দিন, পিতা-আব্দুল জব্বার ফকির, সাং-বদরখালী, খালকাচাঁ পাড়া, ৪নং ওয়ার্ড,বদরখালী ইউপি,আবদুল হামিদ বাবু, পিতা-মৃত আহমদ হােছন, সাং-সিকান্দার পাড়া, ৭নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউপি, মো: মুবিনুল ইসলাম, পিতা-শাকের আহমদ, সাং-নয়াপাড়া, পূর্ব বড় ভেওলা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী কাছে সাজাসহ বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপরাধ দমনের জন্য পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে কোন অপরাধীর জায়গা বাড়িতে হবে না তাদের জায়গা জেলখানায়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের চকরিয়া সিনিয়নর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।##


আরো খবর: