শিরোনাম ::
পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ২০ বছর পর বিটিভিতে বেবী নাজনীন ঈদযাত্রার রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য আর্জি জানালেন মুখ্যমন্ত্রী চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার ঐশ্বর্যার থেকে যে চারটি শব্দ শুনলেই, ভিতরে ভিতরে উদ্বেগ শুরু হয় অভিষেকের ইসরাইল কর্তৃক গাজার প্রধানমন্ত্রীকে হত্যায় জামায়াতের নিন্দা ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ৪২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ৫২জন নতুন সহকারী শিক্ষক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ১৭৯ জন নতুন সহকারী শিক্ষককে পদায়ন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পোস্টিং দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ১৩ মার্চের মধ্যে পদায়নকৃত এসব শিক্ষক পোস্টিং পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, জেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩৮৯টি সহকারী প্রাথমিক শিক্ষকের পদ শূন্য হলেও এবারের নিয়োগ প্রক্রিয়ায় ১৭৯ জন নতুন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও আরো ২১০ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে বিদ্যালয় গুলোতে। আশার কথা হলো সংকটের মধ্যে ১৭৯ জন সহকারী শিক্ষককে পোস্টিং দেওয়ার মাধ্যমে কক্সবাজার জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে লেখাপড়ার মানোন্নয়নের ক্ষেত্রে বড়ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা করছেন সহকারী জেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার।

চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর বলেন, কক্সবাজার জেলায় পদায়নকৃত ১৭৯ জন সহকারী শিক্ষকের মধ্যে চকরিয়া উপজেলার ১৪৪টির মধ্যে ৪২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫২ জন নতুন সহকারী শিক্ষককে পোস্টিং দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর।
উপজেলায় ৯৯ টি সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। সেখানে ৫২জন শিক্ষক নিয়োগ পাওয়ায় শিক্ষক স্বল্পতা কিছুটা হলেও দূরীভূত হচ্ছে। তবে শূন্য পদ যাচাই কালে দেখা যায়, খঞ্জনিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম ডেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুইজন করে শিক্ষক কর্মরত থাকলেও ওই দুটি বিদ্যালয়ে নতুন কোন শিক্ষককে পদায়ন করা হয়নি। এ অবস্থায় বিদ্যালয় দুটিতে শিক্ষক সংকট জিইয়ে থাকায় শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন পাঠদান নিয়ে আগের মতো দৈন্যদশা থেকে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকসহ সচেতন মহল।

জানা গেছে, সরকারি নিয়োগ নির্দেশনা মোতাবেক গত ১৬ মার্চ চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদফতরে আনুষ্ঠানিক যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া ৫২ সহকারী শিক্ষক। চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর তাঁর কার্যালয়ে একটি করে লাল গোলাপ ও রজনীগন্ধা ফুল উপহার দিয়ে একে একে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নেন। এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনজুর মোর্শেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম মুনিরুল ইসলাম ও শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে মফিজুর রহমান বরইতলী ডেইংগ্যাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জয়তুন নেছা সুরাজপুর নুরুল হক চেয়ারম্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রাহিমা জান্নাত কাউছার লক্ষ্যারচর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাকিব মোহাম্মদ রিয়াদ বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, অপরুপা দে পিংকি হারবাং পহরচাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আবদুল মতিন সিদ্দিকী ইমন কৈয়ারবিল খিলছাদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জায়েদ মোহাম্মদ আনাচ বরইতলী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাইফুল ইসলাম মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মো: আকিবুল হোছাইন বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রবিউল জান্নাত মালুমঘাট কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাসরিন সুলতানা ইমু সুরাজপুর নুরুল হক চেয়ারম্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সুকান্ত দত্ত জনি বরইতলী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাইমা সুলতানা সৈয়দা খুরশিদা বেগম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উন্মে খাতুন হাফসা পোকখালী রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সুফিয়া জান্নাত কোনাখালী পুর্ব নতুন ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাহাসিন নুর বরইতলী পহরচাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আরফাতুল ইসলাম বদরখালী হাবিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তানবীর হোসাইন সৌরভ পোকখালী রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাবরিনা জান্নাত রীতা মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আফরোজা শাহীন রেখা কৈয়ারবিল দক্ষিণ খিলছাদক ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সুপন কান্তি দে বরইতলী ডেইংগ্যাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আরশেদুল ইসলাম বরইতলী গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইয়াছমিন আক্তার লাকী হারবাং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাছনিয়া হোসাইন শৈলী পশ্চিম দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোহাম্মদ মিজানুর রহমান বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রিয়াজুল জান্নাত রিয়া সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রুবি আক্তার ফাসিয়াখালী ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জান্নাতুল মাওয়া মিতু হাজী নজরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আরেফা বেগম মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালমা সাবিহা কৈয়ারবিল খোঁজাখালী পাহাড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আজমল হুদা আবীর আলহাজ্ব হাকিম আবদুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পাপিয়া প্রভা সুশীল মধ্য কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইসরাত হোসাইন এলি মানিকপুর বেগম আয়েশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মারুফা বেগম উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নুরী জান্নাত লুৎফা সাহারবিল কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাওছার জান্নাত বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শাহিদা ইয়াছমিন খুটাখালী দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাহুরা জান্নাত তামান্না বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জন্নাতুল হামিমা হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শিরোমনি জন্নাত কৈয়ারবিল খিলছাদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ছাবেকুন নাহার ঢেমুশিয়া মোছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শারমিন আক্তার ছোট ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আবদুল্লাহ আল নাঈম আলহাজ্ব হাকিম আবদুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হুরে জান্নাত লিমা ঢেমুশিয়া মোছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জান্নাতুল মাওয়া আজিকা কোনাখালী কুলছুমনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওমর ফারুক বদরখালী নিদানতরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জিতেন কুমার ভাস্কর কৈয়ারবিল খিলছাদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ফৌজিয়া খানম নিশি খুটাখালী কুতুবদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, স্বচিন্ত কুমার বাবলু বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জান্নাতুল মাওয়া তানিন মানিকপুর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আবু সাঈদ সিদ্দিকী সাহারবিল কোরালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মো: বোরহান উদ্দিন কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং পেয়েছেন।

চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর যোগদান পরবর্তী এদিন নবাগত সহকারী শিক্ষকদের নিয়ে তাঁর কার্যালয়ে পরিচিত সভা করেছেন। এসময় তিনি নতুন শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আজ থেকে আপনাদের পরিচয় শিক্ষক, একজন মানুষগড়ার কারিগর। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করুন। যাতে করে চকরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। যার ফসল হিসেবে কোমলমতি শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হয়ে উঠে। লেখাপড়ার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে অনন্য যোগ্যতার অধিকারী হতে পারে। নিজেকে দেশ-মাতৃকার সেবায় নিয়োজিত করতে সক্ষম হয়।

উপজেলা শিক্ষা অফিসার বলেন, সর্বোপুরি আমরা চাই চকরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার অগ্রগতি উন্নয়নে নবীন প্রবীণ শিক্ষকমণ্ডলী সবাই এক এবং অভিন্ন হয়ে কাজ করবেন। যার বদৌলতে প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত অর্জন চকরিয়াবাসি পুলকিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা যায়,
নিয়োগপ্রাপ্ত ১৭৯ জন সহকারী শিক্ষকের মধ্যে চকরিয়া উপজেলায় ৫২ জন, সদর উপজেলায় ৩৭ জন, পেকুয়া উপজেলায় ৭ জন, মহেশখালী উপজেলায় ২২জন, কুতুবদিয়া উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ১৪ জন ও ঈদগাহ উপজেলায় ১৭ জন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং পেয়ে ইতোমধ্যে যোগদান করেছেন। ##


আরো খবর: