শিরোনাম ::
পেকুয়ায় দুই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার শঙ্কা উখিয়ায় কৃষকদলের সমাবেশে প্রান্তিক কৃষকদের মূল্যায়ন করার দাবী মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আলোচিত জিয়াসহ আটক-২ চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদিসহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, মাদক বিক্রেতা গ্রেফতার উখিয়ার মেরিন ড্রাইভে মোটর সাইকেল দূর্ঘটনায় অস্টেলিয়ান নাগরিক নিহত বান্দরবানে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা মিয়ানমার থেকে বিপুল ইয়াবা ও অস্ত্র-গুলি আনার সময় জব্দ,এক ডাকাত আটক মহেশখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ রোহিঙ্গা ক্যাম্পে বিদেশী অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় হামলা চালিয়ে স্কুল শিক্ষার্থীকে গুলি ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে গুলি করে ইয়াছিনুল হাকিম (১৬) নামের এক শিক্ষার্থীর শরীর ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।

আহত শিক্ষার্থীর বাবা শহিদুল করিম লিটন বাদি হয়ে চকরিয়া থানায় রুজু করা মামলায় উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীসহ ১৩ জনের নামোল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা দেখিয়ে এজাহারে ২০ জনকে আসামি করা হয়েছে।

আহত শিক্ষার্থী ইয়াসিনুল হাকিম চকরিয়া গ্রামারস্কুলের দশম শ্রেণীতে অধ্যায়নরত। সে সাহারবিল ইউনিয়নের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাকিমের নাতি।

মামলার এজাহারে বাদি শহীদুল করিম লিটন বলেন , আমার স্কুলপড়ুয়া ছেলে ইয়াছিনুল হাকিম ইতোপূর্বে চকরিয়া উপজেলা সদরে বৈষম্য বিরোধী আন্দোলনের সহপাঠী শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছিলেন।

আন্দোলন পরবর্তী গত ৭ আগষ্ট বিকালে আমার ছেলে ইয়াছিন বাড়ির অদুরে রামপুরস্থ আমাদের পারিবারিক মৎস্য ঘেরে বেড়াতে গেলে সাহারবিলের চেয়ারম্যান নবী হোছাইনের ভাই বাদল ডাকাতের অতর্কিত হামলা ও গুলিতে মারাত্মক ভাবে আহত হয় আমার ছেলে। এসময় ছরা গুলিতে তার সারা শরীর ঝাঝরা হয়ে যায়।
ঘটনার সময় বাদলের সাথে থাকা অন্যান্য সহযোগীরা আমার ছেলেসহ কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। বর্তমানে
আহত ইয়াসিন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বাদি শহিদুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করায় ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে নবী চেয়ারম্যানের ভাই বাদল।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাহারবিল ইউনিয়নের রামপুর মৎস্য ঘের এলাকায় স্কুল শিক্ষার্থীর উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় এজাহার পাওয়া সাপেক্ষে একটি মামলা রুজু হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ শুরু করেছেন। ##


আরো খবর: