শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় হত্যাসহ বিভিন্ন মামলায় মামলায় ৬ আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলায় ৬ জন গ্রেফতার করা হয়েছে। চকরিয়া থানার ওসির নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার মৃত এমএ শুক্কুরের ছেলে মোঃ দিদারুল ইসলাম (৪৮), হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ কালু (৬০), চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার সোলায়মানের ছেলে আবু সালাম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাবাগান এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে ছাবের আহমদ (৪৮), খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতঘর পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে নুরুল আমিন রিপন (৩২), কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী খাতুর বাপের পাড়ার আবদুল হাকিমের ছেলে মোঃ জালাল উদ্দিন প্রকাশ মোঃ শাহজালাল (৩৩)।

গ্রেফতারকৃতদের মধ্যে দিদারুল ইসলাম ও মো. কালুর বিরুদ্ধে হত্যা, আবু ছালাম ও ছাবের আহমদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া নুরুল আমিনের ৬ মাসের সাজা ও জালাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুইয়া বলেন, গ্রেফতার ৬ আসামীকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ##


আরো খবর: