শিরোনাম ::
চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু সাগরে মাছ ধরতে গিয়ে ২৩ দিন ধরে নিখোঁজ চকরিয়ার সাহারবিলের জেলে কমল সেন নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত: যা জানালো পুলিশ ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ জনের প্রাণ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় সাব রেজিস্ট্রার অফিসের ১০ দলিল লিখকের সনদ বাতিল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

পেশাগত অসদাচরণে দোষী সাব্যস্ত করে কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লিখকের সনদ বাতিল
করা হয়েছে। দলিল লিখক (সনদ) বিধিমালা, ২০১৪ এর ১২ নম্বর বিধিমতে উর্বধতন কতৃপক্ষের আইনসংগত আদেশ অমান্য করা তথা গুরুতর পেশাগত অসদাচরণরে দায়ে গতকাল বুধবার (৩ জুলাই) কক্সবাজার জেলা সাব রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত লিখিত আদেশে উল্লেখিত ১০ জন দলিল লিখকের সনদ বাতিল ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন।

সনদ বাতিল হওয়া দলিল লিখকরা হলেন শওকত উসমান (সনদ নম্বর ৯০), এম জসিম উদ্দিন (সনদ নম্বর ৬৯), মৌং জাকের উল্লাহ (সনদ নম্বর ৫৯), মামুনুর রশিদ (সনদ নম্বর ১৯৫), মুজিবুল হক ( সনদ নম্বর ১০০) আবদুল হামিদ (সনদ নম্বর ১৭১), ফজলেহ উদ্দিন (সনদ নম্বর (১৩৩), বোরহান উদ্দিন (সনদ নম্বর (২০৮), মো: আমিনুর রহমান (সনদ নম্বর ৯২) ও আহমদ আলী (সনদ নম্বর ১০৫)।

চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন বলেন, দলিল লিখক সনদ পেতে সরকারি নীতিমালার আলোকে আবেদন করতে হয়। অন্যদের মতো এই দলিল লিখকরা সেই নীতিমালা অনুসরণ করে আবেদন করে সনদ পেয়েছেন। কিন্তু তাঁরা পেশাগত কাজের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করে কতৃপক্ষের আদেশ অমান্য করেছেন। এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা সাব রেজিস্ট্রার অফিস আদেশের মাধ্যমে তাদের সনদ বাতিল ঘোষণা করেছেন।

তিনি বলেন, আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বাতিল হওয়া সংশ্লিষ্ট দলিল লিখকগণকে অফিস আঙ্গিনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ও এদের কাছ থেকে দলিল মোসাবিদা না করার জন্য আহবান জানানো হয়। ##


আরো খবর: