বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় সরকারি ভাবে স্বল্পমূল্যের বাজার চালু জনবান্ধব এই কর্মসুচিতে খুশি ক্রেতাসাধারণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে সর্বস্থরের ক্রেতাসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপন্য থেকে শাক সবজি, মাছসহ বিভিন্ন খাদ্য পণ্য বিক্রয় কর্মসূচির আওতায় স্বল্পমূল্যের বাজার চালু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধ্যা ৬টার চকরিয়া থানা সেন্টার এলাকায় স্বল্পমূল্যের বাজার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

এসময় ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে কম মূল্যে নিত্যপন্য তথা সবধরনের শাক সবজি ক্রয় করে সাধারণ মানুষ উপকৃত হয় এ লক্ষ্যে স্বল্প মূল্যের বাজারটি চালু করা হয়েছে।

এখন থেকে এ বাজারে সবজি বিশেষ করে বরবটি ৪৫ টাকা, মুলা ২০ টাকা, চিচিংগে ৩০ টাকা, ঝিংগা ৫০ টাকা, কাকরল ৮৫ টাকা, ডিম ডজন ১৪২ টাকা, শিম ৪০ টাকা, পটল ৪৫ টাকা, পিয়াজ ১০৮ টাকা ও রসুন ২১২টাকা ধরে বিক্রি করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় ক্রেতাসাধারণের জন্য স্বল্পমূল্যের বাজারের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. ফখরুল ইসলাম।

বাজার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চিরিঙ্গা ইউনিয়ন ভূমি আফিসের তহসিলদার মো. আবুল মনসুর। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার, পৌরসভার কর্মকর্তা ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ বলেন, চকরিয়া উপজেলা সদরের থানা সেন্টার এলাকায় চালু করা স্বল্পমূল্যের বাজার থেকে সবশ্রেণীর মানুষ কমদামে পন্য কিনতে পারবে। সরকারি ভাবে জনবান্ধব এই কর্মসুচিতে খুশি ক্রেতাসাধারণ। ###


আরো খবর: