বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় রোজার ঈদে অভিজাত শ্রেণীর ক্রেতার চাহিদা মেঠাতে নতুন কালেকশনে নক্ষত্র শোরুম

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::
মাহে রমজান মাসের সিয়াম সাধনা শেষে মুসলমান সম্প্রদায়ের সামনে অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর খুশির বারতা নিয়ে উপস্থিত হচ্ছে। আর এই উৎসবে অভিজাত নারী-পুরুষসহ সর্বশ্রেণীর ক্রেতাসাধারণকে নতুনভাবে রাঙ্গিয়ে দিতে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টারে নতুন শোরুম চালু করেছে দেশের অভিজাত বস্ত্র বিপনী প্রতিষ্ঠান নক্ষত্র।
শুক্রবার বাদে জুমা থেকে জনতা শপিং সেন্টারের নীচতলায় অভিজাত্য পোষাকের সম্ভার নিয়ে তথা দেশ-বিদেশী কালেকশন সমৃদ্ধ নক্ষত্র শোরুমটি ক্রেতাসাধারণের জন্য উন্মুর্থ করে দেওয়া হয়েছে। বিকালে ফিতা ও কেক কেটে নক্ষত্র নতুন শোরুমটি উদ্বোধন করেছেন চট্টগ্রামের তামাককুন্ডি লেইন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ হারুনর রশিদ। এসময় উপস্থিত নক্ষত্র শোরুম মালিক মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ চৌধুরী, জুয়েলারী সমিতির নেতা গোপাল দাশ, রনী চৌধুরী, তারেকুল ইসলাম, আবদুর রহিম, নাজিম উদ্দিন, চকরিয়া পৌর আওয়ামীলীগ নেতা বশির আলম, নুরুল আবছার বাবু প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া জনতা শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া জনতা শপিং সেন্টারের নক্ষত্র নতুন শোরুমের মালিক মোহাম্মদ সেলিম বলেন, অভিজাত ও রুচিশীল বস্ত্র বিপনী হিসেবে দেশজুড়ে নক্ষত্র ব্রাণ্ডের একটি সুনাম রয়েছে। গুনগতমান সমৃদ্ধ এবং নতুন নতুন কালেকশনে ভরপুর নক্ষত্রের প্রতিটি ব্রাণ্ডের বস্ত্র সামগ্রী। আমিও চেষ্ঠা করেছি, ব্যবসার চেয়ে চকরিয়ার মানুষকে ভালোমানের কিছু উপহার দিতে।
সেই প্রেরণা থেকে আসন্ন রোজার ঈদকে সামনে রেখে অভিজাত শ্রেণীর মানুষের (নারী-পুরুষ শিশু) জন্য ঈদের নতুন তথা রুচিশীল পোশাকের চাহিদা মেঠাতে নতুন কালেকশন নিয়ে নক্ষত্র নতুন শোরুমটি চালু করেছি। যদিও আগে থেকে আমার প্রতিষ্ঠান চকরিয়াবাসির সঙ্গে জড়িয়ে আছে। প্রতিবছর নতুন কিছু উপহার দিতে আমরা ক্রেতাসাধারণের পাশে আছি।


আরো খবর: