শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় রমজান মাস ঘিরে ফায়দা লুটছে ব্যবসায়ী চক্র : লাগাম টানতে অভিযান

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে সবধরণের পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম হাতিয়ে নেয়ার মাধ্যমে ফায়দা লুটঠে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র। একইভাবে ভেজাল খাদ্য বিক্রি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই অবস্থায় অতিরিক্ত দামে পন্যবিক্রি এবং ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে এবার শুদ্ধি অভিযানে নেমেছেন চকরিয়া উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে প্রশাসনের ভ্রাম্যমান আদালত গতকাল চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক জনপদ সোসাইটি কাচাবাজারে অভিযান চালিয়েছে। আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান ও চকরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, পবিত্র রমজান সামনে রেখে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে মালামাল বিক্রি এবং ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি করছেন এবং অধিকাংশ দোকানে মূল্য তালিকাও টাঙ্গানো হয়নি। এছাড়া মাংসের দোকানেও অতিরিক্ত দামে মাংস বিক্রি করা হচ্ছে বলে ভোক্তারা অভিযোগ করে আসছেন।

এসব অভিযোগের ভিত্তিতে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামানের নেতৃত্বে থানার পুলিশ ও আনসার সদস্যরা চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভোক্তা সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলা বিপরীতে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানতে চাইলে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত-উজ জামান বলেন, কোন অবস্থাতেই অতিরিক্ত দামে মালামাল বিক্রি করা যাবেনা বলে সতর্ক করেন। পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের দুর্ভোগ লাগবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আরো খবর: