শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় যাত্রীবাহি হানিফ বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহী লোকাল বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক মো. আলাউদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এসময় কাভার্ডভ্যানের যাত্রী নারিশ এগ্রো ফিডের কর্মচারী মো. কাইছার (২৫) আহত হয়। শনিবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন চাঁদপুর জেলার শাহরস্তি থানার খিলা ইউনিয়নের মুখলেছুর রহমানের ছেলে ও কাভার্ডভ্যানের চালক। আহত কাউছারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই টিটু দত্ত জানান, রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজারমুখি একটি লোকাল হানিফ পরিবহনের বাস লেগুনাকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় কাভার্ডভ্যান চালক আলাউদ্দিন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: