শিরোনাম ::
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন ফের হাসপাতালে ছুটলেন সাইফ, এবারও সঙ্গে নেই কারিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য গ্রেফতার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে উখিয়ার যুবক গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা পরিদর্শনে অস্ট্রেলিয়া হাইকমিশনারের ৫ সদস্য প্রতিনিধি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মৃত্যু চকরিয়ায় মিজান হত্যা মামলা দুই উপজেলা চেয়ারম্যানকে দুই দিনের রিমান্ডে চকরিয়ায় অবৈধ তিনটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মিজান হত্যা মামলা দুই উপজেলা চেয়ারম্যানকে দুই দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা ছাত্রল নেতা মিজানুর রহমান হত্যা মামলায় চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক দুই উপজেলা চেয়ারম্যানকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) চকরিয়া থানার এসআই জাকির হোসেন আসামি দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। ওইসময় আদালতের বিচারক আনোয়ারুল কবির শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি এডভোকেট মঈন উদ্দিন।

রিমান্ডে দেওয়া দুইজন হলেন, চকরিয়া উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই জাকির হোসেন জানান, গত ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকাল তিনটার দিকে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশের কর্মসূচী পালন করার জন্য চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন মিছিল বের করে। ওই মিছিলে মিজানুর রহমানও ছিলেন। ওইসময় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমের নেতৃত্বে হামলা চালালে গুলিতে মিজানুর রহমান নিহত হন।

এ ঘটনায় নিহত মিজানের বাবা শাহ আলম বাদী হয়ে ২০২৪ সালের ১৮ অক্টোবর চকরিয়া থানায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার জিআর মামলা নং (৪১৭)।

এ মামলায় চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ১৪ নম্বর এজাহারনামীয় আসামী।
গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকা যাওয়ার পথে ফেনী থেকে র‌্যাবের হাতে আটক হন ফজলুল করিম সাঈদী।

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সন্দেভাজন হিসেবে মিজান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতবছরের ১৩ অক্টোবর জাহাঙ্গীর আলমকে পেকুয়ার শিক্ষক মো. আরিফ হত্যা মামলায় আসামী হিসেবে চট্টগ্রামের একটি বাসা থেকে র‌্যাব গ্রেফতার করে।

চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মঈন উদ্দিন বলেন,
গতকাল বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও পেকুয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
ওইসময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন ৭দিনের রিমান্ড চান। এসময় আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, কাকারা ইউনিয়নের মিজানুর রহমান হত্যা মামলায় এজাহারনামীয় আসামী আওয়ামীলীগ নেতা সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও অপর আসামী পেকুয়া যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর আইনজীবি এ্যাডভোকেট ফয়জুল কবির বলেন, মিজান হত্যা মামলায় দুই উপজেলা চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আমরা রিমান্ডের বিরোধিতা করি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। ##


আরো খবর: