সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মহাসড়কে লেগুনা পিকআপ ট্রাকের মুখোমুখি সংর্ঘষে চালক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় লেগুনা-পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক মো. নোমান (২০) নিহত হয়েছেন। এসময় লেগুনার তিন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মো. শাহাব উদ্দিনের ছেলে।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পুলিশ পরির্দশক মোঃ মোরশেদ আলম ভুঁইয়া বলেন, সকাল ৯টার দিকে চট্টগ্রামুখি একটি পিকআপ এর সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনা সড়কের পাশে খাদে উল্টে গিয়ে চালক ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত লেগুনার চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##


আরো খবর: