শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১০ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিযা উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে ঘটেছে এ দুর্ঘটনা।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি।

ওসি আরিফুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। নিহত দুইজনের পরিচয় সনাক্তে খোঁজ নেয়া হচ্ছে। তবে কী গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছেন, তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু গাড়িটি পালিয়ে গেছে। ##


আরো খবর: