শিরোনাম ::
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান আনন্দ, উত্তেজনা নিয়ে গাজার উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা জামিন পেলেন পরীমণি – DesheBideshe সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা ‘মেয়েদের মন’ কিনতে পাওয়া যাচ্ছে মাত্র ২০ টাকায়! বাইডেনের আটকে দেয়া ২ হাজার পাউন্ডের বোমাগুলো ইসরায়েলকে দেয়ার নির্দেশ ট্রাম্পের সোমবার আত্মসমর্পণ করবেন পরীমণি – DesheBideshe ইভিএম মেশিনে ত্রুটি রয়েছে – DesheBideshe ভোটার হালনাগাদে রাজাপালং ইউনিয়ন পরিষদে জনসাধারণের ভোগান্তি দূর করতে ও রোহিঙ্গা ভোটার হওয়া ঠেকাতে জামী চৌধুরীর হেল্প সেন্টার
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় মসজিদের পুকুরে গোসলে নেমে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অল্যার বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

হতভাগ্য দুই শিশু হল, অল্যারবাপের পাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) ও একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও পাশের সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।

স্থানীয় লোকজন ও অল্যার বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, শনিবার দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আযান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখাগলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়।

এরইমধ্যে পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মাথা দেখতে পায় মুসল্লীরা। এসময় ওই শিশুকে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিরকে মৃত ঘোষণা করেন।

পরে আরো এক শিশুর সন্ধান না পাওয়ায় পানিতে ডুবে যাবার একঘন্টা পর পুকুরে জাল ফেলে মিশকাতের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না৷

তিনি বলেন, শিশু সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করতো। সেকারণে সামির নানাীর কাছে থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। শিশু বয়স থেকে নানির সঙ্গে থাকায় সামির তাঁর নানিকে মা হিসেবে ডাকতো।

এদিকে একসঙ্গে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারী। ##


আরো খবর: