শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ভূসম্পত্তি দখলে নিতে তিনদফা হামলা আহত : ৫, সংবাদ সম্মেলনে জড়িতদের গ্রেফতার দাবি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় ভূসম্পত্তি দখলের ঘটনায় সন্ত্রাসীদের তিন দফা হামলায় অন্তত পাঁচব্যক্তি আহত হয়েছে। দখলবাজদের জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘরেও ভাঙচুর ও হামলা চালিয়েছে। ওইসময় নগদ টাকা ও একটি মোবাইলও লুট করে নিয়ে গেছে। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৯ মে সকাল ১১টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম বানিয়ারকুম এলাকায় এ ঘটনা ঘটে। কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সাদেক বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত ফজলুল হকের পুত্র মো. জকরিয়া (৫০), তার ছেলে মো. আনিস (২১) ও মো. আনাছ (১৯), শামীম আরা (৪০), মো. ওসমান (২৪), মো.মানিক (২২), জন্নাতুল হুরাইন (২২) ও জন্নাতুল বকেয়া।
এদিকে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় নানা ধরণের হুমকি ধমকির মুখে পরিবার সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগি জমির মালিক গিয়াস উদ্দিন মেম্বার। এ অবস্থায় তিনি সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলাবাহিনীর জরুরী হস্তক্ষেপ চেয়ে গতকাল বুধবার (৩১ মে) রাতে চকরিয়া পৌরশহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।

গিয়াস উদ্দিন মেম্বার সংবাদ সম্মেলনে বলেন, পৈত্রিকভাবে পাওয়া এবং ক্রয় সূত্রে কৈয়ারবিল ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পূর্ব বানিয়ারকুম এলাকায় ৩৫ কড়া জমি রয়েছে। জমির প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ওইজমি স্থানীয় মাষ্টার জকরিয়া জবর দখলে রেখেছেন। প্রায় সময় মাষ্টার জকরিয়াকে জমি বুঝিয়ে দিতে বলা হলেও নানাভাবে তালবাহানা করছেন। ইতোমধ্যে স্থানীয় চেয়ারম্যান ও চকরিয়া থানায় শালিস বিচারে আমার পক্ষে রায় দিয়েছেন।

তিনি আরও বলেন, গত রোববার সকালে আমার জমিতে একই এলাকার মাষ্টার জকরিয়া তার দুইপুত্র আনাস ও আনিছ দলবল নিয়ে জোরপূর্বকভাবে জমি দখলে নিতে চেষ্ঠা করে। ওইসময় খবর পেয়ে বাধা দিতে গেলে তারা আমার উপর হামলা চালালে মারাত্মকভাবে জখম করে। এসময় আমাকে উদ্ধার করতে এগিয়ে আসলে পরিবার সদস্য বশির উদ্দিন (৫০), তোহিদ (২৮), সাদেক (২৮), মফিজ (৩০), মোর্শেদকে মারধর করে। এসময় বশির উদ্দিনের কাছে থাকা ৫ লাখ টাকা ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়। বশির উদ্দিনের অবস্থা আশঙ্কা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মো: সাদেক বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
গিয়াস উদ্দিন মেম্বার অভিযোগ করে বলেন, অভিযুক্ত জকরিয়া ও তার পুত্ররা আমাদের উপর হামলা চালিয়ে উল্টো স্থানীয় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধনের নামে মুল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্ঠা করেছে। এঘটনায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।


আরো খবর: