শিরোনাম ::
ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু – DesheBideshe সাবেক স্বামীর কবর জিয়ারতের পর মুখ খুললেন পরীমণি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসির প্রধান প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ভুয়া এমবিবিএস চিকিৎসকের একবছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ মে, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় ফরিদ উদ্দিন নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এসময় তাকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামানের নেতৃত্বে একদল পুলিশ।

সোমবার (১৬ মে) দুুপুরে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ জ্জামান বলেন, ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় রোগি দেখে আসছিলেন।

ওই ভুয়া ডাক্তার ফরিদ উদ্দিন চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালস্থ সিটি হাসপাতালে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে অবস্থান করছেন বলে আমাদের কাছে খবর আসে।

এর প্রেক্ষিতে সোমবার দুপুরের দিকে ওই হাসপাতালে চকরিয়া থানা পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযানে যায়।

তিনি আরও বলেন, ওইসময় ফরিদ উদ্দিনকে এমবিবিএস পাশ করা সনদ দেখাতে বললে তিনি ডা.মাঈন উদ্দিন নামের এক ডাক্তারের সার্টিফিকেট দেখান।

কিন্তু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.শোভন দত্ত সেসব কাগজ যাচাই-বাছাই করে দেখেন গ্রেফতারকৃত ফরিদ উদ্দিন মুলত ডা.মাঈন উদ্দিনের সার্টিফিকেট জালিয়াতি করে সিটি হাসপাতালের কাছে হস্তান্তর করেছেন।

পরে ফরিদ উদ্দিন ভ্রাম্যমান আদালতের কাছে দোষ স্বীকার করলে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।


আরো খবর: