সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ভাতিজার নানামুখী অত্যাচার নির্যাতন ও অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকিতে এলাকাছাড়া চাচার পরিবার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে যুবদল নেতা শহিদুল ইসলাম খোকনের বিরুদ্ধে আপন চাচা নুরুল আবছারের ভোগদলীয় সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এছাড়াও জবরদখল চেষ্টা জিইয়ে রাখতে কুটকৌশলের আশ্রয় নিয়ে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে চাচার পরিবার সদস্যদের এলাকাছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল রোববার (১০ ফেব্রুয়ারী) বিকালে চকরিয়া উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নুরুল আবছার। অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন চকরিয়া উপজেলার উত্তর হারবাং যুবদলের যুগ্ম সম্পাদক ও হারবাং ইছাছড়ি এলাকার ছৈয়দ আলমের ছেলে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল আবছার বলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং ইছাছড়ি গ্রামে বিএস ১৩১২ নম্বর খতিয়ান মুলে আমার পিতা মুফিজুর রহমানের চার একর ২ শতক জমি আছে। পাশাপাশি এই জমি লাগোয়া আরও ৫ একরের অধিক পাহাড়ি জায়গা আমাদের পরিবারের ভোগদখলে রয়েছে।

তিনি বলেন, আমার পিতার মৃত্যুর পর আমরা ৬ ভাই ও ৫ বোনের ওয়ারিশগন উক্ত জমি যৌথভাবে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে ছিলাম। তবে উক্ত জমি থেকে আমার ভাই ছৈয়দ আলম তাঁর অংশের জমি ইতোপূর্বে কয়েকদফায় কয়েকজন ব্যক্তিকে ইতোমধ্যে রেজিস্ট্রাট এবং স্টাম্পমুলে বিক্রি করে দখলচ্যুত হন।
বর্তমানে আমার ভাই ছৈয়দ আলমের অংশের কোন জমি অবশিষ্ট না থাকার পরও তাঁর ছেলে যুবদল নেতা শহিদুল ইসলাম খোকন পেশিশক্তির দাপট দেখিয়ে ইতোমধ্যে আমার অংশের বেশকিছু জমি অবৈধভাবে জবরদখল করে নিয়েছেন।

ভুক্তভোগী নুরুল আবছার অভিযোগ করে বলেন, আমার অংশের জমি জবরদখলের সময় আমি এবং আমার পরিবার সদস্যরা বাঁধা দিতে যাই। এসময় তাঁরা অস্ত্রের ভয় দেখিয়ে আমাদেরকে প্রানে হত্যার চেষ্টা চালায়। ওইসময় কোনমতে পালিয়ে প্রাণে বেঁচে যাই। এ ঘটনার পর থেকে ভাতিজা যুবদল নেতা ও তাঁর সহযোগী সাঙ্গপাঙ্গদের অব্যাহত হুমকি ধমকি ও নানামুখী অত্যাচার নির্যাতন এবং অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকিতে নিরুপায় হয়ে আমি পরিবার সদস্যদের নিয়ে গত ৬ মাস ধরে এলাকা থেকে পালিয়ে অন্যত্রে আশ্রয় নিয়েছি।

তিনি অভিযোগ করেছেন, এখন আমার জায়গা দখলে বাঁধা দুর করতে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে আমি এবং আমার পরিবার সদস্যদের হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে অভিযুক্ত যুবদল নেতা শহিদুল ইসলাম খোকন। এ অবস্থায় বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার ও পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী নুরুল আবছার।

জানতে চাইলে আনীত অভিযোগ গুলো সত্য নয় বলে দাবি করেছেন উত্তর হারবাং ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন। তিনি মোবাইল ফোনে বলেন, ‘উল্টো আমার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে জানিয়ে অভিযানের নামে র‌্যাব দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করেছেন চাচা নুরুল আবছার।’ এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ##


আরো খবর: