শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ফাসিয়াখালী সন্দেহভাজন ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন ৩ ডাকাতকে জনগনের সহায়তায় আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলীর অদুরে উচিতারবিল থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, চকরিয়া উপজেলার পূর্বভেওলা ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে রিপন (২৪), সাহারবিল ইউনিয়নে রামপুর এলাকার শহীদুল ইসলাম(২২) ও কোরাখালী গ্রামের টুক্কুর ছেলে কাইসার (২৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, মঙ্গলবার ভোররাতে উপজেলার ফাসিয়াখালীতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করি।

এসময় স্থানীয় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হই। আটকৃত ডাকাতদের কাছ থেকে সাবলসহ ডাকাতির সরঞ্জামাদি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। সবগুলো যাচাই- বাচাই করে মামলা করা হবে।


আরো খবর: