শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলা সদরের পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ সড়কের মিয়াজিপাড়া এলাকায় ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে তিনটি পরিবারের সম্পুর্ন মালামাল সহ বাড়ি পুড়ে গিয়ে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব। তিনি বলেন, অগ্নিকাণ্ডে স্থানীয় মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা মৃত ফেরদৌস আহমদ এর ছেলে জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও মৃত মোস্তাক আহমদ এর ছেলে বেলাল উদ্দিনের বসতবাড়ি সম্পুর্ন মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার গুলোর নারী-পুরুষ শিশু সদস্যরা বর্তমানে এক কাপড়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার সুত্রপাতের মুহুর্তে স্থানীয় লোকজনের তৎপরতা ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেয়ার ফলে আশপাশের বেশ কিছু বাড়িঘর অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেয়েছে। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, বায়তুশ শরফ সড়কটি সংকোচিত হবার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পানিবাহি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে দেরী করে। সেকারণে বাড়ি তিনটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার সামশুল ইসলাম বলেন, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটেছে তাৎক্ষণিক কেউ নিশ্চিত করতে পারেননি। তবে আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি, অগ্নিকাণ্ডের ঘটনা কোথা থেকে হয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা জামাল উদ্দিন বলেন, আগুনের সুত্রপাত কি কারণে হয়েছে তা বলা যাচ্ছে না। আমার বাড়িসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা বাড়ি থেকে কিছুই বের করতে পারিনি।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। ##


আরো খবর: