এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি সাজাপরোয়ানা মামলায় তিনজনসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম।
গতকাল শুক্রবার চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় রিকলমৃলে ১৬টি ওয়ারেন্ট সহ মোট ৩০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে বলে তথ্য জানিয়েছেন থানার মিডিয়া সেল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ১৪ আসামিকে গতকাল বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##