মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে
এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নুরুল আমিন ওরফে কালা সোনা (২৮) নামের এক যুবককে তুলে নিয়ে হাত কেটে দিয়েছে প্রতিপক্ষের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের রেললাইন এলাকায় ঘটেছে এ ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত নুরুল আমিন বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে নুরুল আমিন ওরফে কালা সোনা বাড়ি ফেরার পথে ৭/৮ জনের একটি সন্ত্রাসী চক্র পুর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসার পাশ থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া কিল্লার পশ্চিমে দিল মোহাম্মদ নামের একজনের বাড়িতে নিয়ে আটকে রেখে রশি দিয়ে বেধে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
পরে ঘটনাটি জানাজানি হবার পর পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত কালাসোনাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, আহত কালা সোনা ও হাত কাটার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানাধরণের অপরাধ কর্মে জড়িত। তদমধ্যে কালা সোনা স্থানীয় পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার প্রয়াত স্বামী আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি। সে দীর্ঘদিন ধরে এলাকায় ছৃরি ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। অন্যদিকে হামলাকারী পক্ষের অনেকে এলাকায় ছৃরি ছিনতাই মাদক কারবারে জড়িত। এলাকাবাসী জানিয়েছে, ঘটনায় জড়িত দুইপক্ষই থারাপ প্রকৃতির লোক।
এলাকাবাসী জানিয়েছেন, কিছুদিন আগে বিএমচর ইউনিয়নের মুবিরচর এলাকার দিল মোহাম্মদের ছেলের মটর সাইকেল গায়েব করে দেয় নুরুল আমিন ওরফে কালাসোনা। ওই ঘটনার জেরধরে প্রতিপক্ষের লোকজন কালা সোনা’র পিতা ইউনুসের টমটম গাড়িটি গায়েব করে দেয়। এ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে।
এরইমধ্যে শুক্রবার বেলা আনুমানিক ১১ টার দিকে স্থানীয় ডাঃ জমিরের ছেলে হাফেজ সাঈদকে মারধর করে একটি ভিভো মোবাইল ফোন কেড়ে নেয় কালাসোনা। এ ঘটনার জেরধরে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে কালা সোনাকে ৭/৮ জনের একটি সন্ত্রাসী চক্র রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
আহত কালা সোনার পিতা মোহাম্মদ ইউনুস জানান, বর্তমানে গুরুতর আহত অবস্থায় আমার ছেলে কালা সোনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে তুলে নিয়ে হাত কেটে দেয়ার ঘটনায় স্থানীয় সৌরভ এবং শোয়াইব নেতৃত্ব দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। ঘটনার সময় জড়িত অন্যদের পরিচয় সনাক্ত করে এ ঘটনায় চকরিয়া থানায় মামলা করবো।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, যুবকের হাত কেটে দেয়ার ঘটনায় এখনো (গতকাল শনিবার রাত আটটা) থানায় এজাহার জমা দেয়নি। তারপরও ঘটনার পর থেকে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। তিনি বলেন, আমি দুইবার ফোন করে আহতের স্বজনদের এজাহার জমা দিতে অনুরোধ জানিয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ###