নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে কুতুব উদ্দিন (৩০) নামে এক যুবকের তিনদিনও খোঁজ মিলছে না। তার বাবার নাম- নুরুল আলম, মাতার নাম-মছুদা খাতুন। তার বাড়ি খুটাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া।
পরিবার সদস্যরা জানান, কুতুব উদ্দিন গত শনিবার ১০ ডিসেম্বর বিকাল আড়াইটার দিকে খুটাখালী বাজারের উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি। তবে ওইদিন কুতুব উদ্দিন সর্বশেষ অবস্থান খুটাখালী বাজার এলাকায় ছিলো। সে ফিরে না আসায় আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তার উচ্চতা-অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা ও মুখমন্ডল চেপ্টা গোলাকার, মাথার চুল কালো খাট হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও পোল হাতা কালো রঙের শার্ট টি শার্ট।
কুতুবউদ্দিনের পিতা নুরুল আলম রোববার ১১ ডিসেম্বর চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৪৭৯।
কুতুবউদ্দিনের সন্ধ্যান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৮১৫৩৩৪৬০৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।