নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নে ঢেকে নিয়ে আমির হোসেন নামের একব্যাক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০ জানের নাম উল্লেখ পূর্বক ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় এই এজাহারটি দায়ের করেন।
এদিকে হত্যার ৪৮ ঘন্টা পার হলেও থানা পুলিশ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
অন্যদিকে আমির হোসেনকে নৃশংস ভাবে হত্যার বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
এর আগে আধিপত্য বিস্তার ও বনভূমি দখল নিয়ে বিরোধ জেরে বিচারের নামে ঢেকে নিয়ে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মালুমঘাট ডুমখালীস্থ খেলারমাঠে ১০/১২ জন সন্ত্রাসী জড়ো হয়ে আমির হোসেনকে নৃশংস ভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
নিহত আমির হোসেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।
আমির হোসেনের বড় ভাই আহমদ হোসেন বলেন, গত ইউপি নির্বাচনে আমার ভাই আমির হোসেন স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের পক্ষে ভোট না করায় পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ##