শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় চিংড়ি জোনে গুলিবিদ্ধ ঘের কর্মচারীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোনে দখল-বেদখল নিয়ে মোহাম্মদ হোছাইন (৫৮) নামে এক ঘের কর্মচারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে উপজেলার রামপুর মৌজার চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত চিংড়ি ঘের কর্মচারী মোহাম্মদ হোছাইন রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য বলে দাবী করেছেন সমিতির সভাপতি শহিদুল ইসলাম লিটন। নিহত মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মৃত আবুল খাইরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়ি জোন এলাকায় চিংড়িঘের দখল-বেদখল নিয়ে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা উত্তাপ্ত হয়ে উঠে। এরই মধ্যে রামপুর মৌজার মহেশখালী চ্যানেল সংলগ্ন এলাকায় বুধবার ভোররাতে চিংড়িঘের দখল নিতে গিয়ে গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোছাইন (৫৮) নামে এক ঘের কর্মচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে, চিংড়িঘেরে নিহতের এ ঘটনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ নিয়ে থানায় কেউ মামলা দায়ের করেনি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার শরীরের গুলিবিদ্ধ চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


আরো খবর: