রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় কালবৈশাখীর ছোবল গাছ চাপা পড়ে দিনমুজুর নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এসময় উপজেলার হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর (৪০) নামের এক দিনমুজুর নিহত হয়েছে। শনিবার (২১মে) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দু শুক্কুর ওই এলাকার নুরুল হোসাইনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, শনিবার সকালের দিকে প্রচন্ড বেগে কাল বৈশাখী শুরু হয়। এমন সময় বাইরে কাজ করছিলো আব্দু শুক্কুর। হঠাৎ কাল বৈশাখীর প্রচন্ড বাতাসে উঠানের একটি গাছ ভেঙ্গে আব্দু শুক্কুরের শরীরের উপর পড়ে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
তিনি বলেন, ‘বিষয়টি প্রশাসনকে জানিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর (পিআইও) কার্যালয়ের সহকারি কর্মকর্তা বাবুল চৌধুরী বলেন, গতকাল সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তদমধ্যে হারবাং ইউনিয়নে বাড়ির উঠানে গাছ চাপা পড়ে আব্দু শুক্কুর নামের এক দিনমুজুর নিহত হয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার তাৎক্ষনিক সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক ইউনিয়নে কালবৈশালীর ছোবলে বসতঘর, ফসলের ক্ষেত, রাস্তা-ঘাটের কী পরিমাণ ক্ষতিসাধন হয়েছে তা প্রতিবেদন জমা দিতে। ##


আরো খবর: