শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় আলোচিত আওয়ামী লীগ নেতা নোবেল হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে আলোচিত ও চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম পালাতক আসামী আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৮) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামী আরিফ ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে এবং হত্যা মামলার এজাহারনামীয় ৫ ন্ং আসামি।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: আবদুল জব্বার আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার দিবাগত রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের মাধ্যমে পূর্ব বড় ভেওলা এলাকায় এক অভিযান চালানো হয়।

অভিযানকালে চকরিয়ার আলোচিত নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামী আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নোবেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে জেলহাজতে প্রেরণ করেন।

প্রসঙ্গত ২০২১ সালের ১৭ আগস্ট দিনদুপুরে জমি বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলকে গুলি করে হত্যা করে ভাড়াটে দুর্বৃত্তরা। এ ঘটনার পর গেল ডিসেম্বরে অনুষ্ঠিত পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন নোবেলের স্ত্রী ফারহানা ইয়াসমিন মুন্না। ##


আরো খবর: