শিরোনাম ::
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করলেন ইউএনও

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে যাওয়া বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। এসময় তিনি অগ্নিকান্ডে নিহত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে তিনি উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনে যান।

এসময় সাথে ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উজ জামান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারজানা আফরিন মুন্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অগ্নিকান্ডের খবরটা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রাথমিকভাবে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা তহবিল থেকে তাৎক্ষণিক শীতের কম্বল, কাপড়, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরী করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতা আসার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌছে দেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘর থেকে বের হতে না পেরে দিলসাবা বেগম নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন। এতে ওই পরিবারের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।


আরো খবর: