শিরোনাম ::
টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩২ পরিবার ঈদের আনন্দ বিষাদে পরিণত, পাশে দাঁড়ালেন প্রশাসন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩ মে, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ঈদের দিন সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে ৩২ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের ধুপীপাড়ার গ্রামে ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার ঈদের দিন সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধুপী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩২ টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারগুলো কমপক্ষে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। বতর্মানে পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি জানানো হলে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান বলেন, কৈয়ারবিল ইউনিয়নে মোট ৩২টি বসতঘর পুড়ে গেছে। তদমধ্যে ১৮ টি হিন্দু পরিবার ও ১৪ টি মুসলিম পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক শুকনো খাবার (৫০ প্যাকেট) এবং নগদ টাকা (পরিবার প্রতি ৩,০০০/- করে মোট ৯৬,০০০/-) বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে, পরবর্তী বরাদ্ধপ্রাপ্তি সাপেক্ষে সবপরিবারকে ঢেউ টিন এবং আরও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আরো খবর: