শিরোনাম ::
চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন
শনিবার, ০৩ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঁচ মাস বয়সী মাতৃহীন সেই হাতি শাবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে ঘটেছে এ ঘটনা। মারা যাওয়া হাতি শাবকটি পুরুষ লিঙ্গের।

অভিযোগ উঠেছে, সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালের সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলা এবং রোগ নিরুপনে তড়িৎ পদক্ষেপ না নেয়ার কারণে হাতি শাবকটির মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন। তিনি বলেন, দায়িত্ব অবহেলার বিষয়টি সঠিক না। ভেটেরিনারি হাসপাতালের কর্মীরা নিবিড় পরিচর্যায় হাতি শাবককে দেখভাল করে আসছে। পার্কের আনার পর থেকে শাবকটিকে নিয়মিত লেকটোজেন-১ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো।
গতকাল হাতি শাবকের মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ উদ্দিন ও আমি (ভেটেরিনারি সার্জন) উপস্থিত থেকে ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়া বয়স অনুপাতে হাতি শাবকের রোগ প্রতিরোধে শাররীক সক্ষমতাও তৈরি হয়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তে হাতি শাবকের শরীরে রোগ জনিত সমস্যা (ভাইরাল ইনফকশন) অস্তিত্ব পাওয়া গেছে। তারপরও আমরা হাতি শাবকের মরদেহ এর নমুনা সংগ্রহ করে মৃত্যুর কারণ অধিকতর নির্ণযের জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।
ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে সাফারি পার্কের ভেতরে হাতি শাবকের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।

সাফারি পার্ক সুত্রে জানা গেছে বলেন, চলতিবছরের ৫ জানুয়ারি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইখং রেঞ্জের হোয়াইখং বনবিটের হরিণখোলা বুড়াবনিয়া নামক বনাঞ্চলে একটি গর্ভবতী হাতি শাবকটি প্রসব করে।

এরপর প্রসবকালীন জটিলতায় মা হাতিটি মারা যায়। তবে প্রসবকৃত হাতি শাবকটি সুস্থ ছিল। পরে স্থানীয় লোকজন মাতৃহীন হাতি শাবকটি দেখে সংশ্লিষ্ট বনকর্মীদের খবর দেয়। পরে বনকর্মীরা খবর পেয়ে দ্রুত নবজাতক হাতি শাবকটি উদ্ধার করে বনবিভাগের লোকজন মাত্র ১দিন বয়সী হাতি শাবকটি লালন-পালন ও চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী (ভেটেরিনারি) হাসপাতালে হস্তান্তর করেন।
চারমাস পর গতকাল বৃহস্পতিবার সকালে সেই হাতি শাবকটি মারা গেছে। ##


আরো খবর: