মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ার চিরিঙ্গা ও কোনাখালী ইউপিতে প্রশাসক নিয়োগ, ডুলাহাজারায় দায়িত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

৫ আগস্ট সরকার পরিবর্তন পরবর্তী প্রেক্ষাপটে মামলা সংক্রান্ত জটিলতার কারণে ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে সবধরনের সেবাখাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কক্সবাজারের চকরিয়া উপজেলার আরও তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন,কোনাখালী ইউনিয়ন ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে চিরিংগা ইউনিয়ন পরিষদে চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম নাছিম হোসেন ও কোনাখালী ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। একই চিঠিতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দীন সিপুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিন ইউনিয়ন পরিষদের ইতিপূর্বে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন চিরিঙ্গা ইউনিয়নে জামাল হোসাইন চৌধুরী, কোনাখালী ইউনিয়ন পরিষদে দিদারুল হক সিকদার ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে হাসানুল ইসলাম আদর।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মামলাজনিত কারণে তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দীর্ঘ সময় ধরে পরিষদে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে। তাই বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠি তিনটি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

তাঁর আগে গত ৩০ জানুয়ারি একইভাবে চকরিয়া উপজেলার তিন ইউনিয়ন যথাক্রমে সুরাজপুর মানিকপুর, বদরখালী ইউনিয়নে প্রশাসক হিসেবে ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান, এসিল্যান্ড মো: এরফান উদ্দিন ও কাকারা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেন কক্সবাজারের জেলা প্রশাসক।
ওই তিন ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সুরাজপুর মানিকপুর ইউনিয়নে আজিমুল হক আজিম, কাকারা ইউনিয়নে শাহাব উদ্দিন ও বদরখালী ইউনিয়নে নুরে হোছাইন আরিফ। ##


আরো খবর: