বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ার ক্যানসার আক্রান্ত ফুটফুটে শিশু লতিফাকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭ নংয়ার্ডের পুরুত্যাখালী গ্রামের এতিম অসহায় পরিবারের শাহিনার সাড়ে তিন বছর বয়সী মেয়ে লতিফা মুখে ও কানে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয।

তবে সেখানে তার শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় ঢাকা ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লতিফা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অসুস্থ শিশু মেয়েকে বাঁচাতে সকলের কাছে দোয়া ও চিকিৎসার জন্য অর্থিক সাহায্যের আবেদন করেছেন মা শাহিনা আক্তার।

সমাজের বিত্তবান দানশীল মানুষের সহযোগিতায় বেচে যেতে পারে মেয়েটি। শিশু লতিফার জন্য সহায়তা পাঠাতে চাইলে তার বাড়ি পুরুত্যাখালী,কোনাখালী ইউনিয়ন, থানা চকরিয়া, জেলা কক্সবাজার । মা শাহিনা আক্তার (01874010750 (নগদ) 01865904941 (পারসোনাল বিকাশ) দেওয়া যাবে বলে জানিয়েছেন হতভাগ্য শিশুর মা শাহিনা আক্তার। ##


আরো খবর: