বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ার উপকূলীয় জনপদের টার্নিং পয়েন্ট বদরখালীতে হবে আধুনিকমানের পৌরসভা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

এম.জিয়াবুল হক,চকরিয়া::

চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবন ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়াতে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ। বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের একটি ৩ কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস প্রায় ১০ লক্ষ টাকা নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদ কার্যালয় হিসেবে ব্যবহার উপযোগী করে তুলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।
মঙ্গলবার ২৮জুন সকালে বদরখালী ইউনিয়ন পরিষদের অস্থায়ী খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হযেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, স ালনা করেছেন বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আনোয়ারুল ইসলাম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চন্দন কুমার চক্রবর্তী, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল, বদরখালী এম এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইয়েদ আহমদ তারেক, বদরখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার, নাজমা সুলতানা, জেসমিন আক্তার, এম ইউ পি ছমি উদ্দিন, সাদ্দাম হোসেন, জিয়া উদ্দিন, রুকন উদ্দিন কোকা, আক্তার হোসেন, বখতিয়ার উদ্দিন রুবেল, কফিল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, হেলাল উদ্দিন, গোলাম কাদের মনু, বদরখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল আমিন ছোট, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস সিদ্দিকী ,সাধারণ সম্পাদক হাজী হামিদুল্লাহ, বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন কিশোর, কানিজ, সালাহ উদ্দিন বাচ্চু, মঈন উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেন, উপকূলীয় অ লের টার্নিং পয়েন্ট বদরখালী সম্ভাবনাময় একটি প্রসিদ্ধ ইউনিয়ন এই ইউনিয়নকে অচিরেই পৌরসভা ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বদরখালী ইউনিয়নটি পৌরসভা করার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন প্রয়াত মরহুম আব্দুল হান্নান চেয়ারম্যানের বড় পুত্র বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুরে হাবিব তসলিম। বদরখালী পৌরসভায় রূপান্তরিত করার জন্য এমপি হিসেবে আমার যতটুকু করার প্রয়োজন আমি সর্বদা বদরখালীর মানুষের জন্য চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।


আরো খবর: