শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঘরে-বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
ঘরে-বাইরে গণতন্ত্র আক্রমণের মুখে


ওয়াশিংটন, ০৮ মার্চ – যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশে ও দেশের বাইরে স্বাধীনতা-গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। গণতন্ত্র রক্ষায় আইনপ্রণেতাদের এক হতে হবে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে বাইডেন একথা বলেন। এ সময় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কড়া সমালোচনা করে বাইডেন।

ট্রাম্প বলেছিলেন- ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জো বাইডেন বলেন, ‘তার এই অবস্থান বিপজ্জনক-অগ্রহণযোগ্য।’
এদিকে, ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। তাই আমরা সরে যাব না।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ০৮ মার্চ ২০২৪





আরো খবর: